SS TV live
SS News
wb_sunny

Breaking News

সাদুল্লাপুরে কৃষককে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা



জিহাদ হক্কানী : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের খাদ্য ঘাটতি পূরণ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি অধিদপ্তর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই এবছর
আমন ধান রোপন করে কৃষক তুলনামূলক ভাবে  ৫% ফলন  বেশী পায় সেজন্য সাদুল্লাপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে গিয়ে কৃষকের সাথে সরাসরি পরামর্শ দিচ্ছেন।
লাইন, লোগোবো,পার্চিং এ ধান রোপন করলে জমিতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারবে। ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পোকার আক্রমণ কমে যাবে। রাসায়নিক সার পরিমানে কম লাগবে। তুলনামূলক খরচ কম হবে এবং ৫% ফলন বৃদ্ধি পাবে। এমন পরামর্শ প্রদান করছেন।

 গত সোমবার (৩/৮/২০২০) হতে গাইবান্ধার টু মাদারগঞ্জ রাস্তার সাদুল্লাপুর স্বাগতম স্থান  হইতে মীরপুর বাজার পর্যন্ত রাস্তার পাশ্ববর্তী জমির চাষীদের লাইন, লোগোবো,পার্চিং নিয়মে ধান রোপনের উপকারিতা বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে কৃষকরা লাইন, লোগোবো,পার্চিং - করে ধান রোপন করছেন।
এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রব বলেন--  লাইন, লোগোবো,পার্চিং করে ধান রোপন করলে তুলনামূলক খরচ কম হবে, ফলন বৃদ্ধি পাবে, কৃষক লাভবান হবে, দেশের খাদ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখবে। তাই  লাইন, লোগোবো,পার্চিং করে ধান রোপন করতে কৃষকের প্রতি জোরালী দাবী করেন।
উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মোঃ আবু সাঈদ সরকার, আবু তাহের, মোঃ রুহুল আমিন,, মোস্তাফিজুর রহমান, ফরিদুল ইসলাম, আবু নাসের, তানজিমুল হাসান, আলমগীর হোসাইন এবং আম্বিয়া মোনোয়ারা।
 কৃষকের মধ্যে উপস্থিত ছিলেন
 মোস্তফা,  হোসেন আলী,ইয়াকুব আলী, আবু হোসেন,আবু সাঈদ, শাফী, নাজমুল হাসান,মনজু, আমিনুর সহ অনেকে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন