সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে আলোর পথ নামের একটি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। শুক্রবার বিকেলে ওই এলাকায় একটি সভা করে তিন শতাধিক পরিবার ও একটি মাদ্রাসায় খাদ্য বিতরণের মাধ্যমে এ সংগঠনের আত্ম প্রকাশ হয়।
আলোর পথ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় ও সভাপতি মো. জিল্লর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য সানাউল্লাহ সানুসহ সংগঠনের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবার ও একটি মাদ্রাসায় খাদ্য বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন