সোনারগাঁও সময়ঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় অবস্থিত জেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোন দলের একক নেতা নয় তিনি সকলের নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাব্লু।
জাতীয় শোক দিবস ও আলোচনা সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহা সচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা।
আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রহমান মাসুম, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন