নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলার স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোকদিবস।
আজ সকাল শনিবার (১৫ আগস্ট ২০২০) তারিখ জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সকাল ০৬:৩০ এ স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত 'জয় বাংলা চত্বরে' বঙ্গবন্ধুর ম্যুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
পরবর্তীতে অন্যান্য সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ জাগ্রত জাতিসত্তায় পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মান্যবর জেলা প্রশাসক মহোদয় সকাল ০৭:৩০ এ জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে পরবর্তীতে সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান উক্ত ম্যুরালে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন