জিহাদ হক্কানি: গাইবান্ধার ফুলছড়িতে অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে ঘটনাস্থলে পানিতে ডুবে ট্রাক চালক নিহত হয়েছে আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালকসহ ট্রাকটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার(২৪ আগষ্ট) সকালে ফুলছড়ি-বাদিয়াখালী আঞ্চলিক সড়কের জোড়বলতা ব্রীজটি ভেঙ্গে এ ঘটনা ঘটে। এতে করে ফুলছড়ি উপজেলা হেডকোয়াটারের সাথে অন্তত চারটি ইউনিয়নের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
পুলিশ জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক প্রায় ৫শ বস্তা সিমেন্ট নিয়ে কালিরবাজার উপজেলা আসার পথে পশ্চিম ছালুয়া এলাকার এলজিইডি বিভাগের জোড় বলতা বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই পানিতে ডুবে চালকের মৃত্যু হয়। আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। চালকসহ ট্রাকটি উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, ব্রীজটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ ছিল। রাস্তার দুই পাশে ঝঁকিপূর্ন লেখা কোন সাইনবোর্ড না থাকায় চালক অসাবধানতাবশত ট্রাকটি ব্রীজের উঠতেই সেটি ভেঙ্গে পড়ে। চালক জাহাঙ্গীর আলম ও হেলপার তরিকুলের বাড়ি রাজবাড়ি জেলার সদরে।
একটি মন্তব্য পোস্ট করুন