আজ মঙ্গলবার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে অলিপুরা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকি শাখা এ.জি.পি অটো ট্রেডার্স এজেন্ট এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনারগাঁও শাখা প্রধানএফ.এ. ভি.পি মোঃ নাসির উদ্দিন। ব্যাংকি সেবাকে গ্রাহকের দোড়গোড়া পৌছে দেওয়ার লক্ষে এবং নিরাপদে সেবায় প্রদান করার লক্ষে। এলাকার সাধারণ মানুষে অভিব্যক্তি ছিল আমরা সাধারণ মানুষ চাই নিরাপদ ব্যাংকি সেবা আর অলিপুরা শাখা মাধ্যমে আমরা সেই সেবা পেতে যাচ্ছি তার জন্য ইসলামী ব্যাংক এবং এজেন্ট এ.জি.পি অটো ট্রেডার্স এর স্বাধিকারী পিয়ার আলী ধন্যবাদ জানান।প্রধান অতিথি বক্তব্য সময় জাহিদ হাসান জিন্নাহ্ বলেন সনমান্দী ইউনিয়নে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক শাখা উদ্বোধন করতে পেরে আমি খুশি আশা করি এই শাখা মাধ্যমে ইউনিয়নবাসী সহজে ব্যাংকি সেবা পাবে। এ.জি.পি অটো ট্রেডার্স এর স্বাধিকারী পিয়ার আলী বলেন আপনাদের ব্যাংকি সেবা সহজ ও নিরাপদ লেনদেন করার জন্য এজেন্ট ব্যাংকি অলিপুরা চালু করা হয়েছে। আপনাদের সেবায় সবর্দা প্রস্তত আমাদের ব্যাংক এজেন্ট। উল্লেখ্য যে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকি এর মাধ্যমে রেমিট্যান্স উত্তরণ করলে পাবে ১% বেশী প্রণোদনা পাবে গ্রাহকরা যেমন আপনি সরাসরি ব্যাংক এর মাধ্যমে রেমিট্যান্স এর এক লক্ষ টাকা উত্তরণ করলে পাবেন এক লক্ষ দুই হাজার টাকা আর এজেন্ট ব্যাংকি মাধ্যমে টাকা উত্তরণ করলে পাবেন এক লক্ষ তিন হাজার টাকা।
Tags সোনারগাঁও
সাবসক্রাইব করুন!
সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!
একটি মন্তব্য পোস্ট করুন