আহমেদ রাসেলঃ
মানবসেবার লক্ষে গঠিত হওয়া সোনারগাঁও ছাত্র কল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনে হাজী মোঃ আফজাল হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি- ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক- মোহাম্মদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক- সোহানুর রহমান শাওন এবং সংগঠনের বিভিন্ন পদে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।
এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আফজাল হোসেন বলেন, কল্যাণকর যেকোনো কাজের পক্ষে আমি সর্বদা নিয়োজিত হতে সদা প্রস্তুত এবং ছাত্রদের কল্যাণ ও সমাজ সেবামূলক যে কোন কাজে তিনি সংগঠনকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন (মোল্লা)বলেন, সোনারগাঁ ছাত্র কল্যাণ পরিষদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন টি পাঁচটি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে। তার প্রত্যেকটি উদ্দেশ্য এবং অন্যান্য সেবামূলক কাজ আমি ও আমার সংগঠনের প্রত্যেক সদস্য আজীবন করে যেতে চাই।
পরিশেষে, প্রধান উপদেষ্টা সংগঠনের প্রত্যেক সদস্যদেরকে উপদেশমূলক কথাবার্তা বলার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন