SS TV live
SS TV
wb_sunny

এই মুহুর্তে

সোনারগাঁওয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

 

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে।


১৫ই আগস্ট (শনিবার) সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসুচি পালন করেন। 

এসময় সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, মোবারক হোসেন স্মৃতি সংসদের কর্ণধার এরফান হোসেন দীপ, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামসহ আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।


দিবসটি পালন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁ পৌরসভা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, জনপ্রতিনিধি ঐক্যফোরামসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বঙ্গবন্ধুর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন