বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মালিভিটা জামে মসজিদে ৪৩ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।
আজ শুক্রবার বাদ জুমা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ডাঃ মোঃ রহমত উল্লাহ, নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
গত ৭ই আগস্ট শুক্রবার বাদ জুমা মুখ ও ভোটের মাধ্যমে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদস্যগণের নামের তালিকা - উপদেষ্টা মন্ডলীঃ আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার, মােঃ মতিউর রহমান , হাজী মােঃ নুরুল হক, হাজী মােঃ মােস্তফা কামাল, মােঃ আলী আসগর সাহেব , মােঃ সিরাজুল ইসলাম মেম্বার ।
সভাপতি আলহাজ্ব আঃ রশিদ,সহ সভাপতি মাওঃ মােঃ জাকির হােসেন ফয়েজি, সহ - সভাপতি হাজী মােঃ সফুর উদ্দিন, সহ - সভাপতি মােঃ রিয়াজ উদ্দিন সাহেব, সহ - সভাপতি জনাব মােঃ আঃ জলিল, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রহমত উল্লাহ , যুগ্ন-সম্পাদক মোঃ আলী আহম্মদ, কোষাধক্ষ্য মোঃ ওমর ফারয় সাপ্তাহিক কোষাধক্ষ্য মাওলানা আঃ হালিম ,সাংগঠনিক সম্পাদক মােঃ মনজুরুল হক ভূঁইয়া , প্রচার সম্পাদক মােঃ আক্কেল আলী, সহ - প্রচার সম্পাদক মােঃ হাবিব উল্লাহ, দপ্তর সম্পাদক হাজী মােঃ নুরুল হক সদস্য মােঃ বিল্লাল হােসেন, খোরশেদ আলম, মােঃ সিরাজুল ইসলাম ব্যাপারী, জনাব হাজী আঃ জলিল মুন্সি হাজী গোলাম মােস্তফা, আঃ বাতেন মিয়া , মােঃ ইব্রাহিম খলিল, মােঃ মিজান, মােঃ আতোশ মিয়া, আব্দুল ওয়াদুদ মিয়া, হারুন সরদার, হাজী ইয়ানুছ সরদার, মােঃ আলাউদ্দিন, মােঃ রেজাউল করিম, মােঃ নবীর হােসেন, মােঃ ওসমান গণি,মােঃ আলী আক্কাছ, মোঃ তাওলাদ হােসেন, হাবিব উল্লাহ জামাই , মোঃ শারজাহান, মোঃ জাকির হােসেন, মােঃ হাজী মোঃ ছানাউল্লাহ মুন্সী, মােঃ সুলতান মিয়া, মােঃ মনির হােসেন, মােঃ মহিউদ্দিন , গোলাম মোস্তফা , আঃ ওহাব মিয়া, মোঃ দেলােয়ার হােসেন । মােঃ বুরজুক মিয়া মােঃ খোরশেদ আলম ।
একটি মন্তব্য পোস্ট করুন