SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধায় ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

 


জিহাদ হক্কনী : গাইবান্ধায় জেলা প্রতিনিধিঃঃ

 সংখ্যালঘু গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারী এ্যাডভোকেট শহিদুল ইসলামকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চকবরুল গঙ্গামোড় এলাকায় শত শত নারী পুরুষ এ কর্মসুচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার নারী পুুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তরা বলেন,এ্যাডভোকেট শহিদুল ইসলাম মামলা তুলে নেয়ার জন্য গৃহবধুর পরিবারকে নানা ভাবে হুকমী দিয়ে আসছে। এ অবস্থায় সংখ্যালঘু হিন্দু পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে শহিদুল ইসলামকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।

উল্লেখ্য: গত ৪ আগষ্ট চকবরুল এলাকার হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধুর বাড়িতে ঢুকে ধর্ষণ চেষ্টা করে এলাকার প্রভাবশালী এ্যাডভোকেট শহিদুল ইসলাম। এ ঘটনায় মামলা হলেও এখনো পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন