SS TV live
SS News
wb_sunny

Breaking News

জাতির পিতা, লেখকঃ মোঃ রিয়াজ উদ্দিন মাটি

 


 ভক্তিপূর্ণতার সাথে স্মরণ করি

নুয়ে রাখি মাথা

তুমি ছিলে ওগো বীর৷


তুমি পিরামিডের দৃঢ়তার মত

ঝড়ের দূরর্বার গতি রোধ

সর্বদা আশার একটি বাণী।


তুমি পিতা সর্বদা নেতা

তুমি এনেছো আমাদের স্বাধীনতা

তুমি সর্বদা শুধুই আমাদের

 তুমি বিশ্ব মানবতার ৷


তুমি আমাদের বিজয়ের প্রতীক

আমাদের অহংকার

আমরা মৃত্যু জয় করতে পারি

সেটা তোমারি অবদান।


যারা গোলাবারুদ এ আটকাতে চাইলো

কৃত্তি তোমার পিতা

তারাই হতবাক দেখলো যখন

জাতির রক্তে তুমি মাখা৷


জাতি তাদের ছুড়ে ফেলেছে আস্তাকুড়ে

নিকৃষ্টতার ফাঁসির দড়ি দিয়েছে তাদের গলে।


তুমি আছো মিশে জাতির শিরা-উপশিরায়

সর্বশ্রেষ্ঠ মানবের বেশে।

তুমিই মোদের প্রেরনায় আছো

পথ নির্দেশক হয়ে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন