জিহাদ হক্কানী , গাইবান্ধাঃ গাইবান্ধা অগ্নিকান্ডে পাঁচটি বসতবাড়ি ভষ্মিভুত হয়ে পাঁচটি বাড়িঘরসহ প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০আগস্ট) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা পৌর সভার কালা চাঁন নামের এক ব্যাক্তির বাড়িতে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই তা পাশ্ববর্তী সবকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও গাড়ি যাওয়ার কোন রাস্তা না থাকায়, পুলিশের সহযোগিতায় দুরের পুকুর থেকে পাইপযোগে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে পাঁচটি ঘরবাড়ি ও বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে জেলা প্রশাসক আব্দুল মতিন ও পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে, জেলা প্রশাসকের জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে পাঁচ হাজার করে টাকা এবং ঘর তৈরীর জন্য টিন প্রদানের আশ্বাস দেন। এছাড়া পৌরসভার মেয়র প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন