SS TV live
SS News
wb_sunny

Breaking News

নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে ২য় বারের মত বৃক্ষরোপণ কর্মসূচীl



পল্লব,নেএকোনা 

“মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান ” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ‘শেখ হসিনা’ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচী অনুযায়ী,বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা কর্তৃক ২য় বারের মত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।এসময় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক উপ-সম্পাদক ধ্রুব সরকার বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছ, মুজিববর্ষ উপলক্ষে সকল নেতাকর্মীর উচিত কেন্দ্রীয় কমিটির নির্যায়ী তিনটি করে গাছ লাগানো। এরই ধারাবাহিকতায় আমরা ২য় বারের মত এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করি। সর্বপরি পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। "

তিনি আরও বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যক্ষ অবদান রেখেছেন। আমরা করোনা দুর্যোগেও অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি, দরিদ্রদের মাঝে খাদ্য উপহার পৌঁছে দিয়েছি । এই মহামারিতে আমরা নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ডস্যানিটাইজার,মাস্ক,সচেতনতামূলক প্রচারণা ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতেও সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখীদের পাশে থাকার চেষ্টা করব।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন