গতকাল বৃহস্পতিবার রাত ১০ঃ৩০ মোগরাপারা চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন লিজা পেট্রল পাম্পের দোতলায় অফিসে ছাত্রলীগের সোনারগাঁও উপজেলার সভাপতি আবু তাহের হাসান রাশেদের কাছে kn95 maks সহ ৩ হাজার মাকস বুঝিয়ে দেন মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। এছাড়া মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা আমরা করোনা যুদ্ধা টিমের কাছে ৩ শতাধিক kn95 maks বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়, সানাউল্লাহ বেপারী, মোঃওমর ফারুক, ফজলুল হক মাষ্টার, আলমগীর মেম্বার। মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা সহ পরামর্শ প্রদান করেন।
Tags সোনারগাঁও
সাবসক্রাইব করুন!
সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!
একটি মন্তব্য পোস্ট করুন