মুজিব বর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশ এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ সোনারগাঁও উপজেলা শাখা।
সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে আজ শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার বারদী ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মাঠের কিনারায় বৃক্ষ রোপন করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাবেক সভাপতি শওকত ওসমান সরকার রিপনের সভাপতিত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কার্যনির্বাহী সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ আলী হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির উপদেষ্টা নবী হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন