জিহাদ হক্কানী :গাইবান্ধা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এর শেষ ঠিকানা দারিয়াপুর কেন্দ্রীয় মহাশ্মশান
এর আধুনিকভাবে প্রতিষ্ঠার জন্য মহান জাতীয়
সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি
এমপি'র নির্দেশে ২৫ জুলাই শনিবার সকাল ১০টায় পরিদর্শনে আসেন।
গাইবান্ধা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক
যুবনেতা শাহ আহসান হাবীব রাজীব। ও সদর উপজেলা ইন্জিনিয়ার মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন দারিয়াপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি অর্জুন কুমার সাহা।
সহ সভাপতি উপেন্দ্রনাথ মোদক, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খোলাহাটি ইউনিয়ন সাধারন
সম্পাদক লক্ষন চন্দ্র রায়।
যুবলীগ খোলাহাটি ইউনিয়ন আহ্বায়ক দেলোয়ার খান দুলুু, ছাত্রলীগ নেতা আরিফ মিয়া
প্রমূখ।
কেন্দ্রীয় মহাশ্মশান পরিদর্শনকালে যুবনেতা রাজীব বলেন মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম
গিনি এমপি'র নির্দেশে দারিয়াপুর কেন্দ্রীয় শ্মশান টি গাইবান্ধা জেলার অন্যতম মহাশ্বশান হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের দূর্ভোগ লাঘবে প্রচেষ্টা চালাচ্ছেন, এ লক্ষে তার নির্দেশে ইন্জিয়ার মহোদয় সহ পরিদর্শনে এসেছি।
এমন কথা গুলো সনাতন ধর্মাবলম্বী'রা শুনতে পেয়ে আনন্দে উল্লোসিত হন।
এবং মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার জন্য
আশীর্বাদ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন