জিহাদ হক্কানীঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মোবাইল টিম ওয়ানের অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই তয়ন ও সার্জেন্ট শুভ গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে
যানবাহন চেকিং চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিলসহ একটি মোটর সাইকেল আটক করে।
পুলিশ জানায়, পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস এ্যাপাচি-১৫০ সিসি, কালো রং,যার রেজিঃ নম্বর জয়পুরহাট-ল-১১-১৩০৮ মোটরসাইকেলের চালককে দাঁড়ানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি রাস্তার মাঝে ফেলে রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। এবিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৩ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আসামি পালিয়ে যাবার কারনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন