মোঃ শরিফুল ইসলাম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ভাংবাড়ি সড়কে যাত্রীবাহি আলমসাধুকে পিছন দিক থেকে বালিভর্তি ধাক্কা দিলে ঘটনাস্থল একজন মহিলা যাত্রী নিহত হয় এবং আলমসাধুর ড্রাইভার গুরুত্ব আহত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ৮টায় দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ার ধারির মাঠ নামক স্থানে আলমসাধুর সাথে ট্রাকের দুর্ঘটনা ঘটেছে। যাত্রিবাহি আলমসাধুর যাত্রী ও চালক দুজনেই রোডের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আলমসাধুর মহিলা যাত্রি মারা যান। মৃত মহিলা যাত্রির মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের দরিদ্র ফাকের আলীর মেয়ে তহিমা খাতুন (৪৫)।আলমসাধুচালক আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মহব্বত আলীর অবস্থা আশঙ্কাজনক। স্হানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।
একটি মন্তব্য পোস্ট করুন