জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা, ২২ জুলাই \ চার মাসের বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে বুধবার চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক ইক্ষু উন্নয়ণ সহকারী (সিডিএ) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা আব্দুর রশিদ ধলু ও সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শ্রমিক নেতা আলী আজগর প্রমূখ।
বক্তারা বলেন, ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধ না করায় সংশ্লিষ্টরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন