সোনারগাঁও সময়ঃ সোনারগাঁও উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পোশাক বিতরণ শেষ বৃক্ষ রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়গঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন মিয়া।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-মামুন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন মিয়া বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করতে হবে।বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মোকাবেলা করতে অনেক দেশের প্রধানমন্ত্রী হিমসিম খাচ্ছে কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা ভালো কাজ করছেন তাদের নিয়ে সমালোচনা না করে উৎসাহ দিন। তা না হলে ভালো কাজে মানুষ খোঁজে পাবেন না।
একটি মন্তব্য পোস্ট করুন