জিহাদ হক্কানী, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী মুছা মিয়া(১৮) ও আকাশ মিয়া(২০) দুই তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর নামে আরও এক তরুণ গুরুত্বর আহত হয়েছেন । নিহত বাড়ী সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক হাসিব মিয়া জানান, সাতারপাড়া থেকে বিকেলে মোটরসাইকেল আরোহী তিন তরুণ গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অপরজন উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন