SS TV live
SS News
wb_sunny

Breaking News

সুনামগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রেনেসাঁস।




মোহাম্মদ আলী,সুনামগঞ্জ থেকেঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে সুনামগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার  অর্গানাইজেশন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানিয়েছেন রেনেসাঁস।

শুভেচ্ছা বার্তায় বর্তমান সভাপতি, মুজিব বাজার সংলগ্ন হাইস্কুলের উদ্যোক্তা আজিজ মাহমুদ বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট এই মহামারির ফলে এ বছর ঈদুল আযহা ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি সুনামগঞ্জবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানাচ্ছি। নিজে ভালো থাকি-অন্যকে ভালো রাখি- এটাই হোক এবারের ঈদে সকলের প্রত্যাশা।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক মিলন বলেন, অস্বাভাবিক পরিবেশে এবার ঈদুল আযহা উদযাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এক অদৃশ্য ভাইরাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। শুধু সুনামগঞ্জ নয়, বাংলাদেশসহ সমগ্র বিশ্ব আজ বিপদগ্রস্ত। এসময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। পাশাপাশি তিনি অনুরোধ করেন, করোনা ভাইরাসের এই মহামারিতে যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করার, যেন এই সংক্রান্ত থেকে সবাই মুক্ত পায়।

সাবেক সভাপতি নুরুল আলম নাহিদ বলেন, এমন এক সময় আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি যখন কভিড-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশবাসী আর পরপর ৩ দফা দীর্ঘস্থায়ী বন্যায় নাজেহাল হয়ে পড়েছেন সুনামগঞ্জবাসী। আসন্ন কোরবানীর ঈদকে ঘিরে তাদের কোন প্রস্তুতিও নেই।। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে ও ভয়াবহ বন্যায় এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন