জিহাদ হক্কানী , গাইবান্ধা প্রতিনিধি:
রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে, পাটকল আধুনিকায়ন করে চালুসহ লোকসানের জন্য দায়ী মন্ত্রণালয় ও বিজেএমসি'র দূর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি গাইবান্ধা জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা বাসদ সদস্য সচিব সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা, অবিলম্বে পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালুর দাবিতে, দায়ী মন্ত্রণালয় ও বিজেএমসি'র দূর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং জেলা-উপজেলায় করোনা টেষ্ট ল্যাব স্থাপন, বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহের দাবী জানান।
একটি মন্তব্য পোস্ট করুন