চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানবরজ থেকে গাঁজাগাছসহ আসামী আটক করা হয়েছে। মাননীয় আইজিপি মহোদয়ের মাদক বিরোধী জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা,চুয়াডাঙ্গার নেতৃত্বে অদ্য্ ইং ১৩ জুলাই বিকাল ৬ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানাধীন বামানগর গ্রামস্থ আসামী শাহাবুল ইসলাম, পিং- মৃত জামাত আলী এর পান বরজের মধ্য হতে প্রয় ১১ ফুট লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করে ও আসামী ধরে এনে থানা হাজতে আটক রাখা হয়েছে। আরো তথ্য জানার জন্য তাকে ব্যপক জিগ্গাসাবাদ করা হচ্ছে। মামলাসহ ১৪ জুলাই জেলহাজতে পাঠানো হবে।
ছবিঃ গাঁজাগাছসহ আসামী।
একটি মন্তব্য পোস্ট করুন