জিহাদ হক্কানী , গাইবান্ধাঃ চুরি-ছিনতাই, প্রতারণা ও অর্থ আত্মসাত এবং হত্যার চেষ্টা মামলার পর সেই আতিক বাবুর বিরুদ্ধে আবারো টাকা বিহীন একাউন্টের চেক দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দ্বায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সদর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের শিরিনা বেগম বাদী হয়ে সদর থানায় এই মামলা দ্বায়ের করেন। যাহার মামলা নম্বর-৬১। এনিয়ে তার বিরুদ্ধে এক সপ্তাহে তিনটি এবং একমাসে হওয়া পাঁচটি মামলাসহ ৬ষ্ঠতম মামলা দায়ের করা হলো। সবকটি মামলায় আতিকুর রহমান আতিক বাবুকে একমাত্র আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারইষ্ট এন্ড কমার্স লিমিটেডে ব্যবসা করার সুবাদে ওই কোম্পানি হতে ৪ লাখ ২৫ হাজার টাকা পায় বাদী শিরিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম। ওই অফিস আশরাফুল ইসলামের পাওনা টাকা না দিলে, তারা অফিসে একটি গাড়ি আটক করে। গাড়িটি আটকানোর পরে আসামী বাংলাভিশনের সাংবাদিক (সম্প্রতি চাকুরীচ্যুত) আতিক বাবু বাদীর বাড়িতে যায় এবং ওই কোম্পানী কর্তৃপক্ষ তার আত্মীয় হয় বলে পরিচয় দেয়। পরে আতিক বাবু বাদীর স্বামী আশরাফুলের পাওনা টাকার জিম্মাদার হয়ে আটক করা কোম্পানীর একটি গাড়ি ওই দিন সন্ধ্যায় ক্রয় করে এবং ২০১২ সালের ১০ফেব্রুয়ারী রাতে আসামী জিম্মাদার হওয়ার সূত্রে তার বসতবাড়িতে বাদী এবং তার স্বামী টাকা আনতে গেলে, আসামী আতিক বাবু এত টাকা এই রাতে সংগ্রহ করা সম্ভব হবেনা বলে জানায়। সেই সাথে আসামী আতিক বাবু তার নামীয় গ্রামীণ ব্যাংক, গাইবান্ধা শাখার হিসেব নং-১০০৩০২ এর অনুকূলে, চেক নং-ট ২৫০৮৭৪ তে, ৪ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ পূর্বক বাদীর স্বামীকে প্রদান করে, পরদিন টাকা তুলে নিতে বলে। আসামীর দেওয়া ওই চেক নিয়ে পরের দিন বাদী ও তার স্বামী গ্রামীণ ব্যাংকে গিয়ে জানতে পারে তার ওই একাউন্টে কোন টাকা নাই। তখন শিরিনা বেগম ও তার স্বামী আশরাফুল ইসলাম আতিক বাবুর কাছে টাকা চাইতে গেলে টাকা দিবেনা মর্মে ভয়ভীতি, হুমকি-ধামকি প্রদর্শন করে। এমনকি গুলি করে হত্যা করবে বলেও হুমকি দেয় আসামী আতিক বাবু।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে "সোনারগাও সময়" কে বলেন, এর আগে চুরি, প্রতারণা ও ছিন্তাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এটি তার বিরুদ্ধে ৬ষ্টতম মামলা। আসামী আতিকুর রহমান আতিক বাবু পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন