নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকার মোঃ আনোয়ার চৌধুরী অর্ধশতাধিক সমর্থক নিয়ে আওয়ামীলীগ থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
১২ জুলাই রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকা’র রাজনৈতিক কার্যালয় মোগরাপাড়া চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে যোগদেন আওয়ামীলীগের এই নেতা মোঃ আনোয়ার চৌধুরী।এছাড়াও সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সমর্থক আবু জাহের নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খাকার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টিতে যোগদান করেন।
এসময় সদ্য-যোগদানকারী জাতীয়পার্টি নেতা আনোয়ার চৌধুরী বলেন, অন্যকোন কারনে নয়, সোনারগাঁয়ে এমপি লিয়াকত হোসেন খোকার উন্নয়নমূলক কাজে মুগ্ধ হয়েই আমি জাতীয়পার্টিতে যোগদান করলাম। তিনি বলেন, দেশে করোনা মহামারিতে অসহায়দের পাশে দাঁড়িয়ে যে মানবিক পরিচয় দিয়েছেন এমপি খোকা আজ থেকে এই মানবতার ফেরিওয়ালা এমপি সাহেবের সাথে-থেকে আমিও অসহায়দের পাশে দাড়াতে চাই।
একটি মন্তব্য পোস্ট করুন