SS TV live
SS News
wb_sunny

Breaking News

বাধ রক্ষায় কোদাল হাতে কাজ শুরু করলেন সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার



জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ  সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গতকাল মঙ্গলবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় বাধ রক্ষায় কাজ করছেন জেলা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা পরিষদ সহ স্থানীয়রা। দ্বিতীয় দফা বন্যায় আজ সকালে বালাসী সৈয়তপুর, সদরের ডেভিড কোম্পানি পাড়া, পূর্ব পাড়ার শাহিন লেক সহ বিভিন্ন স্থানে ইদুরের গর্ত চুয়ে পানি প্রবেশ করতে শুরু করে। পরে স্থানীয়রা কর্তৃপক্ষকে জানালে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সহযোগীতায় ক্ষতিগ্রস্থ স্থানটিতে মেরামতের কাজ শুরু করেন। অন্যদিকে আজ বিকেলে শাহিন লেকের উত্তর পাশে একটি গত চুয়ে পানি প্রবেশ করতে থাকলে টহল রত অবস্থায় জানতে পেয়ে ওসি সদর গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগীতায় কোদাল হাতে বাধ রক্ষায় কাজ শুরু করেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার প্রতিষ্ঠান এসে বালুর বস্তা ফেলে ঘন্টা খানিক চেষ্টায় বাধের অংশটি মেরামত করেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার জানায়, জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম স্যারের নির্দেশনায় জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন বাধে পাহারা সহ বানভাসি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতেও এ কাজ অব্যাহত থাকবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন