সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১.৩০ মিনিটের সময় গোলগাঁও, কাপনা, মথুরকান্দি, মৌয়াকুড়া, চেংবিলসহ ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রায় ৪০টি কাঁচা ঘরবাড়ি এবং ঘরে থাকা ধান, চাল ও আসবাবপত্রসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, গত কয়েক দিন যাবত সুনামগঞ্জে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে হাওর ও নদ নদী পানি বৃদ্ধি পাওয়ায় হাওর এলাকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এতে করে ওই দুটি গ্রামের অন্তত ৪০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ওইসব পরিবারের ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্রসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ওই পরিবার গুলো পড়েছে বিপাকে। আর টানা বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন