সোনারগাঁও সময়ঃ
সোনারগাঁও উপজেলার সাদিরপুর ইউনিয়নের দরগাবাড়ি গ্রামে (৬জুন) সোমবার আব্দুল আজিজ নামে এক স্কুল শিক্ষক সহ তার পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় স্কুল শিক্ষক আব্দুল আজিজ বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ি গ্রামের আজিজ মাস্টারের সাথে একই গ্রামের রফিকের ছেলে মোমেন ও শাহজালাল এর সাথে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে মোমেন, শাহজালালসহ ৫/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ, তার স্ত্রী আছিয়া বেগম, ছেলে রাজ্জাক, মহসিনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করে ।
এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক শরিফ আহম্মেদ জানান, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন