জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে রেজাউল করিম ও সাইদুর নামের দুই ব্যাক্তির আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন এ মোবাইল কোট পরিচালনা করেন। এসময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানসহ মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের অংশ হিসেবে গোবিন্দগঞ্জের বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে কারেন্ট জাল মজুদ ও বিক্রির দায়ে উপজেলার পৌরবন্দরের গোলাপবাগ হাটের ব্যবসায়ী রেজাউল করিমের পাঁচ হাজার টাকা এবং সাইদুর নামের অপর ব্যবসায়ীর তিন হাজার টাকাসহ মোট আটকে হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদের মজুদ কৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন