মোঃ শরিফুল ইসলাম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের পদ্মবিলের মধ্য থেকে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী বিলের মধ্যে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত আব্দুল হাকিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আইলহাঁস গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা বাড়ির কাছের পদ্মবিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, আব্দুল হাকিম একই এলাকার হাসিবুল হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে তিনি জামিনে মুক্ত হয়ে ঢাকায় অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি গ্রামে ফিরে আসেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন