SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় পথচারী নিহত



মোঃ মিঠু আহমেদ সোনারগাঁও প্রতিনিধিঃ
রাস্তা পারাপারের দ্রুতগামী ট্রাক চাপায় বাতেন মিয়া(৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে,ঘটনাটি ঘটেছে মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায়, বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাতেন মিয়া বন্দর উপজেলার মদনপুর দক্ষিণ পারা গ্রামের আবুল কাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকা বাইপাস সড়কের নয়াপুর এলাকায় বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী একটি ট্রাকের চাপায় বাতেন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে তবে ঘাতক চালক পলাতক রয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন