SS TV live
SS News
wb_sunny

Breaking News

পানি বন্দি দেড়'শ পরিবারের ঈদ আনন্দে "বিকশিত নারী সংঘ"।

সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের পৌরসভার পানি বন্দি প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ আনন্দ বিরাজমান রাখতে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন"বিকশিত নারী সংঘ"।

৩১ শে জুলাই (শুক্রবার)  সকালে বিকশিত নারী সংগঠনের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ পৌরসভার তিনটি গ্রাম জয়রামপুর, সাহাপুর,বাবীনাথপুর গ্রামের প্রায় ১৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেন। 
বিতরণকৃত পন্যের মধ্যে ছিল'সেমাই, চাউল,ডাউল,তৈল,আলু,পেয়াজ,লবন,চিনিসহ অন্যান্য দ্রব্যাদি। 

এসময় সভানেত্রী বলেন, আমরা স্বেচ্ছাসেবী একটি নারী সংগঠন ।  যেখান থেকে আমরা সব সময় আমাদের সাধ্য অনুযায়ী  অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।  সোনারগাঁওয়ের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দ্যেশ । আমাদের মনে রাখতে হবে যে মানুষ কাজের মাধ্যমেই চির অমর হয়ে এই ধরণীতে বেঁচে থাকতে পারে। 

উল্লেখ্য যে, করোনার এই মহামারিতে এই সংগঠনটি প্রায় ২ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে। প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরন করেন।সেই সাথে  প্রায় ১ হাজার অসহায় দুঃস্থ মহিলাদের কারিগর ট্রেনিং প্রদানের পর শেলাই মেশিন বিতরণ করে কর্মসংস্থানের সৃষ্টিতে অগ্রনী ভূমিকা  পালন করেন। 

সংগঠনটি ইতিমধ্যেই সোনারগাঁওয়ে  একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার উদ্যোগ হাতে নিয়েছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন