চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল ১০টার সময় পুলিশ লাইন্স ড্রিলসেডে জুলাই/২০২০ মাসের কল্যান সভা এবং দুপুর ১:৩০ মিনিটের সময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জুন/২০২০ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল পর্যায়ের অফিসার ফোর্সদের সুবিধা- অসুবিধা আলোচনা সহ গত মাসের কল্যাণ সভায় উপস্থাপিত সকল সমস্যা সমাধানের লক্ষে গৃহীত পদক্ষেপ সম্পর্কে করেন। পুলিশ অফিসের প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমানের বদলি জনিত বিদায় উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন।
চাহিদার প্রেক্ষিতে বড় গাংনী তদন্ত কেন্দ্রে একটি পুলিশ পিকআপ ভ্যান এবং হোগলডাঙ্গা পুলিশ ক্যাম্পে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম বিশ্বব্যাপী মহামারী নোভেল 'করোনা ভাইরাস' প্রতিরোধ ও সচেতন হওয়ার জন্য উপস্থিত অফিসার ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন