চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর নওদাপাড়ায় বসত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী মোচাইনগর নওদাপাড়ার আব্দুল মালেক মন্ডলের ছেলে আব্দুর রশিদ এর বাসভবন থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ শাহিনুর রহমান। এ বিষয়ে তিনি বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুর রশিদের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে রেখেছি।
ঐ বাড়ির মালিক আব্দুর রশিদ বলেন গত রাতে এশার নামাজ পড়ে এসে আমি ঘুমিয়ে পড়ছিলাম সকালে ফজরের আযানের শেষে আমি নামাজে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে দেখি লাল রঙ্গের টেপ দিয়ে মোড়ানো বল আকৃতি দুইটা জিনিস আমার ঘরে পইটির উপরে পড়ে রয়েছে , তখনই আমি আমার স্ত্রীকে ডেকে বিষয়টি দেখেছি এবং আমি ফজরের নামাজ শেষ করে স্থানীয়দের জানিয়েছি পরে বিষয়টি আমরা আসমানখালি ক্যাম্প পুলিশকে মোবাইল করে জানিয়েছি কিছুক্ষণ পর আসমানখালী ক্যাম্প ইনচার্জ সঙ্গে ফোর্স নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হয় দুটি ককটেল বোমা নিয়ে গিয়েছে।তবে আমার সাথে গ্রামের কারোর কোন শত্রুতা নেই আর কে বা কারা কোন কারনে আমার বাড়িতে রেখে গেছে এটা আমি বলতে পারব না। স্থানীয়রা জানিয়েছে আব্দুর রশিদ একটা সহজ সরল ছেলে সে কারো সাথে কোনো গোলযোগ ফ্যাসাদ করে থাকে না তবে কে বা কারা তার বাড়িতে ককটেল রেখে গেছে তাকে মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন