SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি



জিহাদ হক্কানী : গাইবান্ধা, ২৭ জুলাই \ গাইবান্ধা জেলা শহরসহ পৌর এলাকার অপরিকল্পিত ড্রেইনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি সহজেই নিস্কাশিত না হওয়ায় রাস্তা ও নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি শহরের প্রধান প্রধান সড়কেও সামান্য বৃষ্টিতেই দীর্ঘক্ষণ পানি জমে থাকে। এতে মহল্লা সহ ব্যবসায়িদের অধিকাংশ অনেক দোকানে পানি ওঠায় ব্যবসা-বাণিজ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়ও যানবাহন চলাচলে ও পথচারিদের চরম বিপাকে পড়তে হয়। 

বিশেষ করে জেলা শহরের প্রধান প্রধান সড়কের মধ্যে ষ্টেশন রোড সহ হকার্স মার্কেট এর পিছনে থাকা পরিবার গুলার মাঝে সহ কাচারী বাজারসহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। ড্রেনগুলোতে পানি নিস্কাশিত না হওয়ায় এই পানি দীর্ঘক্ষণ জমে থাকে। প্রসঙ্গত উলে­খ্য যে, শহর এবং পৌর এলাকার ড্রেনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করার ফলে এই সমস্ত ড্রেনে পানি নিস্কাশিত না হওয়ায় ড্রেনগুলো সবসময় পানি জমে থাকে। তদুপরি ড্রেনগুলোতে অবাধে পলিথিন, বর্জ্য আবর্জনা ফেলার কারণে ড্রেনগুলো ময়লায় ভরে থাকায় বর্ষা মৌসুমে ড্রেন উপচে রাস্তায় জমে থাকে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন