সোমবার, (২০ জুলাই ২০২০) সরেজমিনে ভিডিওচিত্রে দেখা গেছে সাহাপুর গ্রামবাসীর অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। তাদের অভিযোগ হলো আমাদের গ্রামের কোন পানি যাওয়ার রাস্তা নেই। এদিকে গ্রামের ভিতরে ছোটখাটো দোকানগুলো সমস্যায় পড়ে আছে। ও মানুষ রাস্তায় বের হতে পারছে না এদিকে মহামারী করোনার পরিস্থিতিতে ঘর বন্দী হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি ঘর থেকে বের হতে না হতেই পানি পাড়াতে হয়। তাতে করে জ্বর আসতে পারে এই নিয়ে সংকটে আছে এলাকার মানুষ। মহামারি করোনার আবির্ভাবে শরীরকে সুস্থ রাখতে হলে থাকতে হয় শুষ্ক জাগায়। এদিকে সামান্য বৃষ্টি হলে বাড়ির আঙিনায় পানি চলে আসে এই গ্রামের মানুষ অনেক দুশ্চিন্তায় বসবাস করছে। আর এলাকাবাসী বলেন এলাকার জনপ্রতিনিধিরা এখন কোন খোঁজ খবর নিচ্ছে না। তাই তারা অনেক ভোগান্তিতে আছে তাদের চাওয়া হলো আমাদের গ্রামবাসীকে বাঁচাতে হলে প্রশাসন কে এগিয়ে আসতে হবে। আর এই পানি বের হওয়ার রাস্তা করে দিতে হবে আমাদের পক্ষে সম্ভব না সরকারি সহায়তা না পেলে এতক্ষণ এরকম এই সম্ভব না। ওটাও এখন বন্ধ হয়ে আছে এই গ্রামবাসীকে পানি মুক্ত করতে হলে ওই আগের দিন টাকে মেরামত বা পুনরায় কাজ করতে হবে তাহলেই এই গ্রামবাসীর পানিমুক্ত হবে এতে এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
Tags সোনারগাঁও Prisma Theory
সাবসক্রাইব করুন!
সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!
একটি মন্তব্য পোস্ট করুন