SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের বৃক্ষরোপণ কর্মসূচি




আজ সনমান্দী ইউনিয়নে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করেন সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগ।
 
সম্প্রতি পরিবেশ দিবসের দিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ছোটবেলায় উখিয়ায় যাই, সেখানে কোনও রাস্তা ছিল না তখন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো। ফরেস্ট বাংলোতে আমরা উঠতাম, এর চারপাশে ঘন জঙ্গল ছিল। মানবিক কারণে রোহিঙ্গাদের টেকনাফ-উখিয়ায় আশ্রয় দেওয়া হলো। এখন বন শেষ।’

পরিবেশ বিপর্যয় থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ঠিক সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন এর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে যাচ্ছেন।

উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মোঃ শাহাজালাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উপ-প্রচার সম্পাদক আবু কাউসার আহমেদ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সাংগঠনিক সম্পাদক মোমেন হাসান বাদশা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মামুন, মাসুম,বাবু প্রমুখ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন