জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ গত ২১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় মহসিন মিয়ার পুত্র কনক (২০) কাজে যাওয়ার পথে শাহজাহানের চায়ের দোকানে চা খাওয়ার সময় জয়নাল হকের নির্দেশে তার সংঘবদ্ধ লোকজন লাঠি, লোহার রড, জিঅাই পাইপ ও সত্তা নিয়ে ঘিরে ধরে এজাহারের ৩ নং অাসামী মো: রশিদ মিয়া হাতে থাকা রড দিয়ে কনকের মাথায় ডাং মারলে গুরুত্বরো জখম হয়ে রক্ত বের হয়। পরে জয়নাল হক সত্তা দিয়ে কনকের ডান হাতে চোট মারে ও ৫নং আসামি রিজেল মিয়া জিঅাই পাইপ দিয়ে জখম করে। অন্যদিকে, ৮ নং আসামী মোছা: আসমা বেগম কনকের পুরুষ অঙ্গ চেপে ধরলে প্রচুর রক্তক্ষরন হয়ে মাটিতে পড়ে গেলে ২ নং আসামী সুমন কনককে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে শ্বাসরোধ করে। পরে কনকের বাবা মহসিন মিয়া কনককে তাদের হাত থেকে রক্ষা করতে গেলে জয়নাল হক ও তার লোকজন মহসিন মিয়াকেও মারধর করে।পরে মহসিন মিয়া কনককে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে কনক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে কনকের বাবা আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহসিন মিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
একটি মন্তব্য পোস্ট করুন