জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় খেলতে গিয়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে সামিউল ইসলাম(০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(১০ জুলাই) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সময় সংবাদকে জানান, জুম্মার নামাজের পর খেলতে খেলতে বাড়ির পাশ্ববর্তী গড়দিঘি এলাকায় যায় সামিউল। এসময় রাস্তার পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খোলা তারের সাথে শিশু সামিউল বিদ্যুতায়িত হয়ে ঘটনান্থলেই মারা যায়। এ ঘটনায় রাস্তার পাশে ফেলে রাখা খোলা তার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান চেয়ারম্যান।
একটি মন্তব্য পোস্ট করুন