জিহাদ হক্কানী,গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাদুল্লাপুর উপজেলায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বর উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় চারা বিতরণে উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ।
এসময়ে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক বাংলাদেশের খবর সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মোঃআবু হাসানুল হুদা রাশেদ, সাদুল্লাপুর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ( নার্সারি ) মোঃ শরিফুল ইসলাম,শাহাজাহান, প্রমুখ।
বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,মুজিববর্ষে সারাদেশে ১ কোটি গাছ লাগাবে বন অধিদপ্তর । এরইমধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ সারাদেশের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। ১৬ জুলাই বৃক্ষরোপণ অভিযানের সময় এই গাছ বিতরণ করা হয় । পরিবেশ রক্ষার স্বার্থেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়নে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে ও উপজেলা ছাত্রলীগসহ মোট ৩১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৩২৫ টি বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন