SS TV live
SS News
wb_sunny

Breaking News

দূর্নীতিবাজ নিধন অভিযান শুরু করেছেন ইউএনও-একদিনে তিন বদলী

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলাকে দালাল ও দূর্নীতিমূক্ত করতে অভিযানে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুল ইসলাম। সোনারগাঁও উপজেলাকে দুর্নীতিমুক্ত করতেএর অংশ হিসাবে উপজেলা অফিস সহকারী সহ তিন কর্মকর্তাকে  একযোগে বদলি করা হয়েছে। 

গতকাল ( ৯ জুলাই ) বৃহস্পতিবার এই বদলি নিশ্চিত করেছেন মোঃ জসিম উদ্দিন,  নারাাায়ণগঞ্জ  জেলা প্রশাসক। তিন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন স্থানে  বদলি করেছেন। বদলি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মোঃ রাশেদুল ইসলাম। তাকে বদলী করা হয়েছে ফরিদপুর জেলায়। অফিস সহকারী মোঃ মিজানুর রহমান কে এবং অফিস সহকারী ফৌজিয়া আক্তারকে আড়াইহাজার উপজেলায়। 

একটি সূত্রে জানা যায়,এদের মধ্যে মোঃ মিজানুর রহমান একজন অফিস সহকারী হয়েও সোনারগাঁওয়ে তার পাঁচটি বাড়ী রয়েছে। দীর্ঘ ২৮ বছর যাবত মিজান সোনারগাঁয়ে কর্মরত। অনেক উপজেলা নির্বাহী অফিসার চেষ্টা করেও মিজানের ক্ষমতার কাছে পরাজিত হয়েছেন কিন্তু মিজানকে বদলী করতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন পৌরবাসী জানায় মিজান দীর্ঘদিন যাবৎ উপজলায় একটি সিন্ডিকেট তৌরি করে তা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদও জানান তিনি।
সিএ রাশেদ ৮ বছর ধরে সোনারগাঁয়ে কর্মরত তিনিও এখন দুইটি বাড়ীর মালিক। 
এই দুইজন কর্মচারীই ক্ষমতাধর একটি বিশেষ মহলের মদদপুষ্ট। এছাড়া ফৌজিয়া আক্তার  কমিশনার অফিসের একজন কর্মচারী মোঃ আক্তার হোসেনের স্ত্রী। তিনিও তার স্বামীর ক্ষমতা দেখিয়ে ধরাকে সরা জ্ঞান করতেন। তার স্বামী আক্তার হোসেন একজন কর্মচারী হয়েও নিজেকে কমিশনারের পিএস বলে সোনারগাঁওয়ে পরিচয় দিয়ে থাকেন।যোগদানের মাত্র ৪ মাসের মধ্যেই ইঞ্জিনিয়ার অফিসের দূর্নীতিবাজ দুজন সহ উপজেলায় বালুমহল, দূর্নীতিবাজ  ঠিকাদার, হাটবাজার ইজারা, নদী খাল দখল সিন্ডিকেটের এক ডজন কর্মচারী বদলি করেছেন ইউএনও। বদলীকৃতদের মোবাইলে বারবার কল দিলেও কেউ কল ধরেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান সোনারগাঁয়ের সাধারণ মানুষকে সেবা প্রদানে যা যা করা দরকার তার সব কিছুই করা হবে ইনশাআল্লাহ। দূর্নীতিবাজ যত ক্ষমতাধর হোক না কেনো তাকে ছাড় দেয়া হবে না।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন