সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ে হিউম্যান মেডিকেল এন্ড সার্জিক্যাল সেন্টার উদ্বোধন হয়েছে।
শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আম্বিয়া প্লাজায় এ সেন্টার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ আলী তানভীর, রবিউল আউয়াল, মো. রনি, রিপন ভূইয়া, সাংবাদিক মাজহারুল ইসলাম, মাসুম মাহমুদ, আবুল কালাম, এসএম সাদিকুল ইসলাম, শফিক ও মোহাম্মদ আলী।
হিউম্যান মেডিকেল এন্ড সার্জিক্যাল সেন্টারের স্বত্বাধিকারী মো. মহসিন সরকার ও ইকরামুল হক মামুন জানান, সুলভ মূল্যে পাইকারি ও খুচরা সার্জিক্যাল সামগ্রী বিক্রিয় করার লক্ষ্যে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন