জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আজ মঙ্গলবার গাইবান্ধার আধুনিক হাসপাতালে করোনা রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করতে অক্সিজেন কনসেন্সটর এবং চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য সামগ্রী (পিপিই), সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গেøাবস, ক্যাপ ও হ্যান্ড স্যানিটারজার জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসক মো: আবদুল মতিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: রোখছানা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ফরহাদ আব্দুল্ল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফী ঝন্টু, উপ-দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, বিএমএ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহিনুর রহমান শাহিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম সহ চিকিৎসক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করোনা ভাইরাস সংক্রমন ও করোনা রোগীদের সু-চিকিৎসার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহন করায় সারা বিশে^ বাংলাদেশের মডেল প্রশংসিত হয়েছে। তিনি স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন