সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ে চাকুরি খুঁজতে এসে লাশ হলেন জামালপুর জেলার লাহরী কান্দা গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মমিনুল ইসলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় মেঘনা ইকোনমিক জোনের সামনে শনিবার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক চাপায় মমিনুল ইসলাম নামের এক যুবক নিহত
হয়। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ইকনোমিক জোনে চাকুরির খোজে আসেন মমিনুল ইসলাম। শনিবার সকালে রাস্তাপাড়াপারের সময় দ্রুতগামী একটি ট্রাক মমিনুল ইসলামকে চাপা
দেয়। ঘটনাস্থলেই মমিনুল ইসলাম মারা যান। এঘটনায় ট্রাক আটক করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত মমিনুল ইসলাম জামালপুর জেলার লাহরীকান্দা গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। নিহত মমিনুল ইসলাম সোনারগাঁয়ের মেঘনা ইকনোমিক জোনে চাকরীর সন্ধানে এসেছেন। চাকুরি পাওয়ার আগেই তিনি ট্রাক চাপায় নিহত হন।
একটি মন্তব্য পোস্ট করুন