পল্লব,নেএকোণা
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী বাজারে পানির থৈই থৈই খেলা চলছে।বন্যার কারণে বোয়ালী বাজার তলিয়ে যাচ্ছে।কিছুদিন ধরে প্রচুর বর্ষণের ফলে পানির উত্তেজনা দিন দিন বেড়েই চলছে ফলে খালিয়াজুরী বাসী বন্যার ছোবলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।বন্যায় তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি।ফলে বিপাকে মানুষ।বন্যায় চারদিকে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।
কাঁচামাল বিক্রেতারা বলেনঃ
বন্যার কারণে বাজারে লোকজন না আসার ফলে মাল বিক্রি করতে পারিনা তাই যতই দিন যাচ্ছে কাঁচামাল পঁচে যাচ্ছে।তাই আমাদের বিক্রেতাদের দুঃখের শেষ নেই।
দোকানদার মহব্বত মিয়া বলেনঃবন্যার কারণে মানুষের মনে শান্তি নাই।ঘরবাড়ি পানিতে ডুবানো। মনে সুখ থাকলে তো মানুষ বাজারে আসবে?ব্যবসা একেবারেই হচ্ছে না।
দোকানদার নাসিম বলেনঃ
ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। চারদিকে শুধু পানি আর পানি। মানুষ বাড়ি থেকেই বের হতে পারছে না।
একটি মন্তব্য পোস্ট করুন