আজ বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে সুবিধাবঞ্চিত বেদেপল্লীতে এবং স্বল্প আয়ের মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন।
বৃষ্টি ভেজা এই দিনে কর্মহীন ছিলেন অনেকেই। পুরোদিন রিক্সা নিয়ে বের হতে পারেননি স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো। কাজ না থাকলেও পেটের দায় থেকে তো আর মুক্তি নেই। এমন পরিস্থিতিতে একবেলা খাবারের প্যাকেট হাতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে অনেকেই।
আজ বাসমাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের একটি টিমসহ উপস্থিত ছিল লাঙ্গলবন্দের বেদেপল্লীতে। পল্লীর দুস্থ মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দুপুরের খাবার প্যাকেট।
এছাড়া সোনারগাঁ মোগরাপাড়ার রাজপথে রিক্সা-ভ্যান চালক থেকে শুরু করে পথের ভিখারিসহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে একই খাবার।
আলহামদুলিল্লাহ। খাবার বিতরণের এই আয়োজনে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও যারা তাদের অর্জিত সম্পদ থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু অর্থ ব্যয় করছেন।
প্রস্তুতকৃত খাবার বিতরণের এই আয়োজনে আপনিও অংশ নিতে পারেন-
ব্যাংক অ্যাকাউন্ট:
Account Name : BASMAH FOUNDATION
Account No : 1142070001920
Bank Name : NRB Bank Ltd.
Branch : Mograpara,Sonargon
বিকাশ: 01709-258625 (Personal)
ভালোবাসা মানুষের জন্য, ভালোবাসা মনুষত্ব লালনকারীদের জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন