SS TV live
SS TV
wb_sunny

এই মুহুর্তে

সাদুল্যাপুরে গাছ চাপা পড়ে এক শিশু নিহতজিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা গাছ চাপা পড়ে মাসুম মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। সোমবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। 
বনগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন সরকার জানান, ওই গ্রামের সফিয়াল মিয়া তার পুকুর পাড়ের বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ সম্প্রতি বিক্রি করে। যা গাইবান্ধা সদর উপজেলার ফলিমারী গ্রামের রিপন মিয়া ক্রয় করেন।
তিনি আরও জানান, ঘটনার দিন সোমবার সকাল ১০টার দিকে রিপন মিয়া ও তার লোকজন ওই গাছগুলোর মধ্যে একটি ইউক্যালিপটাস গাছ কাটতে ছিলেন। মাসুম এই গাছ কাটা দেখতে যায়। এসময় অসাবধানতাবসত হটাৎ গাছটি মাসুমের ওপর গিয়ে পরে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাদুল্যাপুর থানার ওসি মোঃ মাসুদ রানা জানান, এঘটনায় নিহতের বাবা মোস্তফা মিয়া বাদি হয়ে রিপন মিয়াকে নামীয় ও অজ্ঞাত আর ২-৩ জন আসামী করে থানায় একটি মামলা করেছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন