জিহাদ হক্কানী
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার (৪জুন) রাত অনুমান ২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভাস্হ বাধন পাম্পের সামনে হানিফ পরিবহনের একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,জাবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম(২৩) এবং হাসান আলীর ছেলে মতিউর রহমান (৩০) উভয়ের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার করিল্জ গ্রামে।
পুলিশ জানায়, গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত এবং এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্হ বাধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন গাড়ী আটক পূর্বক তল্লাশি করে উভয়ের কাছ থেকে ২০বোতল করে মোট চল্লিশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিষয়েটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১টি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীরা নিয়মিত ভাবে ঢাকায় ফেনসিডিল আনা-নেয়া করে থাকেন বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন