SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে ২৪ ঘন্টায় ১৮ জন করোনা আক্রান্ত,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন আরো ১৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে । এদের মধ্যে ১৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৫ জন প্রাপ্ত বয়স্ক মহিলা রয়েছে । 
এ নিয়ে সোনারগাঁয়ে ৪১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে ১৫ জনের।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বৃহস্পতিবার দুপুরে    তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১৮ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছে। করোনায় সোনারগাঁওয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৩২ জন।

➕১৮জন পজেটিভের মধ্যেঃ

১ জন মহিলা - হামসাদী, বৈদ্যেরবাজার।
১ জন পুরুষ - ললাটি, কাঁচপুর।
১ জন পুরুষ - সিনহা গ্রুপ, কাঁচপুর।
১ জন পুরুষ - বসুন্ধরা গ্রুপ, নিউ টাউন, পিরোজপুর ।
১ জন পুরুষ - বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
২ জন পুরুষ - সোনাপুর, কাঁচপুর।
১ জন পুরুষ ও ১ জন মহিলা - দুধঘাটা, পিরোজপুর।
১ জন পুরুষ - সাদীপুর, সাদীপুর।
১ জন পুরুষ - মেঘনা গ্রুপ, আনন্দবাজার, বৈদ্যেরবাজার।
১ জন পুরুষ - হামদর্দ, নিউ টাউন, পিরোজপুর ।
১ জন পুরুষ - হাবিবপুর, মোগরাপাড়া।
১ জন মহিলা - ছোট সাদীপুর, মোগরাপাড়া।
১ জন পুরুষ ও ১ জন মহিলা - বাণীনাথপুর, আমিনপুর।
১ জন পুরুষ ও ১ জন মহিলা - নাজিরপুর, সনমান্দী।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন